বিনোদন

কাজী হায়াতের ‘জয় বাংলা’ ছবিতে বাপ্পী ও মিতু

কামরুজ্জামান মিলু

২০২১-০৭-১৮

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ জাহারা মিতু। এবার চিত্রনায়ক  বাপ্পি তার নতুন পর্দা জুটি জাহারা মিতুকে নিয়ে নতুন এক ছবিতে চুক্তিবদ্ধ হলেন। সরকারি অনুদানের অর্থে নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করবেন বর্ষীয়ান পরিচালক কাজী হায়াৎ। ছবিটির নাম রাখা হয়েছে “জয় বাংলা”।

মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস 'জয় বাংলা' অবলম্বনে সিনেমাটি বানাচ্ছেন কাজী হায়াৎ। বাপ্পী চৌধুরী গণমাধ্যমকে বলেন, মুনতাসির মামুন স্যারের ‘জয় বাংলা’ উপন্যাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটি পর্দায় উপস্থাপন করবেন কাজী হায়াতের মতো বড় নির্মাতা। তাদের সঙ্গে যুক্ত হতে পারা সৌভাগ্যের মনে করছি। 'জয় বাংলা' হতে যাচ্ছে কাজী হায়াতের ৫১তম সিনেমা। তার ছবিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি গর্বের বলে মনে করছেন জাহারা মিতুও। তিনি বলেন, ‘জয় বাংলা’ আমার অনেক আগেই পড়া। আমার প্রিয় উপন্যাসের তালিকায় এটি অন্যতম। সেই উপন্যাসে এবার অভিনয় করব। ভাবতেই ভালো লাগা কাজ করছে। সবার দোয়া চাই, যেনো চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি।এমন চমৎকার একটি ছবির সঙ্গে যুক্ত হতে পারাটা অনেক গর্বের বিষয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status