× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিটিভিতে বিয়াই-বিয়াইন

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২০ জুলাই ২০২১, মঙ্গলবার

বিটিভিতে ঈদে প্রচার হবে পারিবারিক সম্পর্কভিত্তিক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘বিয়াই-বিয়াইন’। ঈদের অনুষ্ঠানমালায় সম্পর্কভিত্তিক এই অনুষ্ঠানে এর আগে ধারাবাহিকভাবে প্রচারিত হয়েছে ‘ভাই-বোন’, ‘শালা-দুলাভাই’, ‘আমার ভাবি’, ‘মামা-ভাগনে’, ‘চাচা-ভাতিজা’, ‘আমার-বন্ধু’। এবারের পর্ব বিয়াই-বিয়াইন। অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন আনজীর লিটন। উপস্থাপনায় মমরেজ মাহমুদ। নিজের বিয়াই-বিয়াইনকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আজিজুল হাকিম-জিনাত হাকিম এবং চান্দা মাহজাবিন ও মনিরা ইউসুফ মেমি। পারিবারিক বন্ধন দৃঢ় করার প্রত্যয় নিয়ে বিয়াই-বিয়াইন সম্পর্ক নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন- শর্মিলী আহমেদ, আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ, রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি। অনুষ্ঠানে বিয়াই-বিয়াইন নিয়ে মজাদার গান গেয়েছেন সাব্বির, লিজা, কর্নিয়া, রাজিব এবং সজল।
গানটির কথা লিখেছেন আনজীর লিটন। সুর করেছেন আশরাফ বাবু। হাসান শিহাবী পরিবেশন করেছেন বিয়াই-বিয়াইন সম্পর্কিত কাওয়ালী। অনুষ্ঠানে আরও থাকছে নাচ, নাভিদ মাহবুবের স্ট্যান্ডাপ কমেডি এবং মাজহারুল ইসলামের কণ্ঠে বিশেষ বিজ্ঞাপন প্যারোডি। বিয়াই-বিয়াইন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে বিটিভিতে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর