× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ইটনায় ঈদসামগ্রী প্রদান

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২০ জুলাই ২০২১, মঙ্গলবার

 কিশোরগঞ্জে ইটনায় নৈশপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর মতো অতিদরিদ্র জনগোষ্ঠীর অসহায় এবং কর্মহীন মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ঈদসামগ্রী তুলে দেন। থানা প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন বাজারের নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও কর্মহীন ৩৫ জন দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে তেল, চিনি, সেমাই, পিয়াজ, ডাল ও লবণ। বিতরণের সময় থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঈদের একদিন আগে ঈদ সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সমাজের অবহেলিত এসব মানুষ। করোনার দুঃসময়ের মধ্যে তাদের ঘরে ঈদের খুশি ছড়িয়ে দেয়ায় ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম- এর প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।


 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর