দেশ বিদেশ

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২১-০৭-২০

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহামান রহমান, মুবীন আহমদ জায়গীরদার, রফিক আহমদ মাখন, মস্তাব আহমদ, রোকন উদ্দিন, আবুল ফজল চৌধুরী সাহেল, মাহমুদ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, আকবর আলী ফখর প্রমুখ। সভায় আরও
উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিমার আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মুমিত হীরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তুতা মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ খান, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান মোহাম্মদ আলম, সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী, কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদ, সদস্য মখলিছুর রহমান, অজিউর রহমান ছানা, এনামুল হক রুহেল, মাতাব উদ্দিন জেবুল, নুরুল ইসলাম, তমিজ উদ্দিন, সেলিম উদ্দিন, মহসিন মজনু, আব্দুল মালিক আনু, খয়রুল ইসলাম জাহাঙ্গীর, এম জেড আলম, আব্দুল হান্নান, জাফরান জামিল, জয়নাল আবেদীন, আবুল কাশেম সেবুল, ফরিদ উদ্দিন ইরান, সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, সৈয়দ এহতেশামুল হক, রুহেল আহমদ রিপন, ইসমাইল হোসেন সিরাজী, আজমল হোসেন, শফি আহমদ চৌধুরী প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status