× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজার ঈদগাহে অনুষ্ঠিত হবে ৩টি জামাত

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২০ জুলাই ২০২১, মঙ্গলবার

মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ২১শে জুলাই সম্প্রসারিত ও নবনির্মিত ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় হবে সকাল ৬.৩০, ৭.৩০ এবং ৮.৩০টায়। ঈদগাহে প্রবেশ করতে হলে অবশ্যই প্রত্যেককে মাস্ক পরিধান, নিজস্ব জায়নামাজ ও নামাজের নির্দিষ্ট আসন পরিপূর্ণ হলে পরবর্তী জামাতে অংশ নেয়ার জন্য ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত উদ্‌যাপন উপলক্ষে মতবিনিময় সভা মৌলভীবাজার পৌরসভা হলরুমে পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান। বক্তব্য রাখেন সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম সিদ্দিকী, মো. মুহিবুর রহমান, মো. ইউসুফ আলী, সৈয়দ নওশের আলী খোকন, সৈয়দ আব্দুর রউফ মানিক, মো. জালাল আহমদ, এস এম উমেদ আলী, শেখ মো. ইলিয়াস, মুশতাক আহমদ মম। উপস্থিত ছিলেন মো. মুসফিকুর রহমান, এম. এমদাদুল হক মিন্টু, মসফিকুল হক তরফদার, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, নুরুল ইসলাম তরফদার, মো. একলাছুর রহমান, সুমন আহমদ, আব্দুল ওয়ালী সিদ্দিকী, খালেদ চৌধুরী, মো. আসাদ হোসেন মক্কু, রুমেল আহমদ প্রমুখ।
সকাল ৬:৩০টায় ১ম জামাতে ইমামতি করবেন টাউন দেওয়ানি মসজিদের খতিব ও ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হযরত সৈয়দ শাহ্‌্‌ মোস্তফা (র.) দরগা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফেজ মির্জা শামিম আহমদ বেগ। সকাল ৭:৩০ ঘটিকায় ২য় জামাতে ইমামতি করবেন পশ্চিম বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব আছাদ উদ্দিন আহমদ চৌধুরী।
সকাল ৮:৩০টায় ৩য় জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি শামছুদোহা, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন দর্জিমহল জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ হাম্মাদ বিল্লাহ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর