দেশ বিদেশ

গাজীপুরে উপজেলা পর্যায়ে পোশাককর্মীদের টিকা দেয়া শুরু

স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে

২০২১-০৭-২০

গাজীপুরে উপজেলা পর্যায়ে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের নিবন্ধন ছাড়াই জাতীয় পরিচয়পত্র দেখে  করোনার টিকা দেয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল কারখানার শ্রমিকদের টিকা দেয়ার মাধ্যমে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। ওই কারখানায় মোট ১২টি বুথে ৬ হাজার ৭ শত শ্রমিককে সিনোফার্মের টিকা প্রয়োগ সকালে দেয়া শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানায়, উপজেলার বাকি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদেরও ধীরে ধীরে টিকা দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান।
গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মো. খায়রুজ্জামান জানান, গতকাল নগর ও জেলার মোট ৮টি কারখানায় টিকা দেয়া হয়। প্রথম দিনে নগরের ৪টি পোশাক কারখানায় সাড়ে ১২ হাজার শ্রমিককে টিকা দেয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। ঈদের পর প্রতিদিন ১০ থেকে ১২টি কারখানায় টিকা দেয়া হবে। সহজে যাতে শ্রমিকদের টিকার আওতায় আনা যায়, সেজন্য আমরা এনআইডি কার্ডের মাধ্যমে তালিকা করেই প্রথম ডোজ দেবো এবং দ্বিতীয় ডোজের আগে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন এর আওতায় আনা হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status