× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /অমিত শাহ এর পদত্যাগ চেয়ে আজ গান্ধী মূর্তির তলায় অবস্থান, সাংসদেও স্বরাষ্ট্র মন্ত্রীর ইস্তফা দাবি

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ বছর আগে) জুলাই ২০, ২০২১, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে ভারতে ফোন হ্যাকিং এর জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর ইস্তফা দাবি করে লোলসভা, রাজ্যসভা উত্তাল করে দিল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা। শুধু তাই নয়, আজ  মঙ্গলবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। অভিষেক বন্দোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের ফোনে পেগাসাস স্পাইওয়্যার এর সাহায্যে নজরদারি চালানোর জন্য তাঁদের ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হয়েছে বলে তাদের অভিযোগ। তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা ঘটনার মাস্টারমাইন্ড বলে উল্লেখ করে তাঁর পদত্যাগ চাইছে। সংসদেও কংগ্রেস সরব হয় অমিত শাহ সম্পর্কে। রাহুল গান্ধী, প্রাক্তন নির্বাচন অধিকর্তা অশোক লাভাসে সহ বহু সাংবাদিক, আমলা, কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিক এর ফোন পেগাসাস এর সাহায্য নিয়ে হ্যাক করা প্রসঙ্গে কংগ্রেস বলে যে এই চৌর্যবৃত্তির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সরে যাওয়া উচিত। দা ওয়্যার সংবাদসংস্থা দাবি করেছে যে রোহিনী সিং নামের তাঁদের যে সাংবাদিক অমিত পুত্র জয় শাহ এর বেআইনি কারবার নিয়ে তদন্ত করছিলেন তাঁর ফোনও হ্যাক করা হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, এটি কোনও নতুন ঘটনা নয়।
ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে পেগাসাস স্পাইওয়্যার এর কথা আগেও প্রকাশ্যে এসেছিলো। কিন্তু কিছুই প্রমান হয়নি। বিরোধীরা অযথা ভারতের ইমেজ এ ঘা দিচ্ছেন। বিশ্বের দরবারে ভারতকে ছোট করা হচ্ছে। এর পিছনে বিদেশি হাত থাকার অভিযোগ আনেন অমিত শাহ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর