খেলা
তামিমের আক্রমণাত্মক শতক
অনলাইন ডেস্ক
২০২১-০৭-২০
হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারবেন না আট সপ্তাহ। এ সিরিজেও খেলছেন ইনজুরি নিয়ে। আর ইনজুরি নিয়েই খেললেন ক্যারিয়ারের সবচেয়ে আক্রমণাত্মক শতক। বাংলাদেশের ইনিংসের ৩০তম ওভারে টেন্ডাই চাতারার বলে ড্রাইভ করে তামিম পৌঁছে যান মাইলফলকে।
১১ ম্যাচ পর শতকের দেখা পেলেন তামিম। এর আগে নিজের সবশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১৯ সালের মার্চে। সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকান তামিম। আজ (মঙ্গলবার) হারারেতে তুলে নিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। ৮৭ বলে তিন অঙ্কের কোটা ছুঁতে ৭টি চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তামিম।
১১ ম্যাচ পর শতকের দেখা পেলেন তামিম। এর আগে নিজের সবশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১৯ সালের মার্চে। সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকান তামিম। আজ (মঙ্গলবার) হারারেতে তুলে নিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। ৮৭ বলে তিন অঙ্কের কোটা ছুঁতে ৭টি চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তামিম।