× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মহারাষ্ট্রের তথ্য সংশোধনের পর ভারতে কোভিডে একদিনে মৃত্যু প্রায় ৪ হাজার

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) জুলাই ২১, ২০২১, বুধবার, ৫:০৫ অপরাহ্ন

বুধবার ভারতে একদিনে প্রায় ৪ হাজার কোভিড মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে দেখানো হয়, একদিনে পুরো দেশে ৩ হাজার ৯৯৮ জনের মৃত্যু হয়েছে যারমধ্যে শুধু মহারাষ্ট্রেই মারা গেছেন ৩ হাজার ৬৫৬ জন। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মহারাষ্ট্র সরকার এর আগে গণনা করা হয়নি এমন ৩ হাজার ৫০৯ কোভিড মৃত্যুর সংখ্যা এদিন যুক্ত করেছে। এ কারণেই একদিনে অস্বাভাবিকভাবে এতো মৃতের সংখ্যা দেখানো হয়েছে।

গত কয়েকদিন ধরেই দেশটিতে দৈনিক মৃত্যু ছিল ৫০০-র আশপাশে। গত দু’দিন তা ৫০০-র নীচে নেমেছিল। মহারাষ্ট্রেও গত এক সপ্তাহে দৈনিক মৃত্যু হচ্ছিল ১৫০-র কাছাকাছি। এর আগেও ভারতের বিভিন্ন রাজ্যে কোভিডে আগের মৃত্যু যোগ করেছিল। তাতে পুরো দেশের দৈনিক মৃত্যু বেড়ে গিয়েছিল।

বুধবার মহারাষ্ট্র ছাড়া শুধুমাত্র কেরালায় শতাধিক মৃত্যু হয়েছে। বাকি সব রাজ্যে দৈনিক মৃত্যু ৫০-এর কম রয়েছে। এর আগে গত মাসে বিহারে একদিনে ৫ হাজারেরও বেশি মৃত্যু যুক্ত করা হয়েছিল।

ভারতে এখন পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছে ৪ লাখ ১৮ হাজার ৪৮০ জন। এরমধ্যে শুধু মহারাষ্ট্রেই প্রাণ গেছে ১ লাখ ৩০ হাজার ৭৫৩ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ কোটি ১২ লাখের বেশি মানুষ। যদিও ওয়াশিংটনভিত্তিক ‘সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট’-এর ধারণা অনুযায়ী দেশটিতে ৪৯ লাখ মানুষের মৃত্যু হতে পারে কোভিডে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর