× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কত টাকার মালিক রাজ কুন্দ্রা! নীরব শিল্পা শেঠি

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) জুলাই ২২, ২০২১, বৃহস্পতিবার, ৮:২১ অপরাহ্ন

 বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। পর্নো ছবি তৈরির অভিযোগে তিনি এখন রিমান্ডে। একজন কনডাক্টরের ছেলে হয়েও তিনি এখন কমপক্ষে ৪০০০ কোটি রুপির মালিক। কিভাবে সম্ভব? এমন প্রশ্ন অসংখ্য ভারতীয় ও সচেতন মহলে। অনেকেই প্রশ্ন তুলছেন, হয়তো পর্নোগ্রাফির ব্যবসা করে তিনি এই সম্পদ অর্জন করেছেন। এসব ভারতীয় মিডিয়ার খবর। রাজ কুন্দ্রাকে ঘিরে বিতর্ক তীব্র থেকে তীব্র হচ্ছেই। তার কাছ থেকে বেশ কিছু ভিডিও, ইমেইল ও চ্যাট উদ্ধার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
বেশ কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হলেও এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি শিল্পা শেঠি। এসব খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বলিউড সাদিজ-এর এক রিপোর্ট অনুযায়ী রাজ কুন্দ্রার নীট অর্থের পরিমাণ কমপক্ষে ৫৫ কোটি ডলার। যার অর্থ ভারতীয় রুপিতে কমপক্ষে ৪০০০ কোটি রুপি। রিপু সুদন কুন্দ্রা নামেও পরিচিত রাজ কুন্দ্রা। তিনি লন্ডনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই এক দরিদ্র পরিবারে বড় হয়েছেন। শিল্পা শেঠির আগে তিনি কবিতা নামে এক নারীকে বিয়ে করেছিলেন। তার গর্ভে জন্ম নেয় দিলীন নামে এক কন্যা। ওই বিয়ে বিচ্ছেদের পর শিল্পা শেঠিকে বিয়ে করেন রাজ। ২০০৯ সালের ২২ শে নভেম্বর তারা বিবাহ বন্ধন আবদ্ধ হন। ২০১২ সালের ২১ শে মে একটি পুত্র সন্তান জন্ম দেন শিল্পা। তার নাম রাখেন ভিয়ান রাজ কুন্দ্রা। ২০২০ সালের ফেব্রæয়ারিতে গর্ভভাড়ার মাধ্যমে এই দম্পতি আরো একটি কন্যার জন্ম দেন। তার নাম রাখা হয় সামিশা শেঠি কুন্দ্রা। ৪৫ বছর বয়সী রাজ কুন্দ্রা কমপক্ষে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের মতে, রাজ কুন্দ্রা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পা যোগ প্রাইভেট লিমিটেড, সিনেমেশন মিডিয়া ওয়ার্কস, বাস্তিয়ান হসপিটালিটি, কুন্দ্রা কন্সট্রাকশন্স, জে.এল স্ট্রিম, অ্যাকুয়া এনার্জি বেভারেজেস, ভিয়ান ইন্ডাস্ট্রিজ, হোল অ্যান্ড থিম সাম প্রাইভেট লিমিটেড এবং ক্লিয়ারকম প্রাইভেট মিডিয়ায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর