খেলা

জালিয়াতির দায়ে গ্রেপ্তার হংকং ক্রিকেট দলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

২০২১-০৭-২৩

আইজাজ খান, ২০১৮ সালে হংকং ক্রিকেট জাতীয় দলের হয়ে এশিয়া কাপে খেলেন। ২০১৯ সালে তাকে দেয়া হয় দলটির অধিনায়কত্বের দায়িত্ব। অথচ এই ক্রিকেটারই কী না নিজেকে শারীরিকভাবে অক্ষম দাবি করেছেন! বীমা কোম্পানির কাছ থেকে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ সহযোগিতা। আর এই জালিয়াতির অভিযোগে আইজাজকে গ্রেপ্তার করলো হংকং পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের খবর, আইজাজ খান তিন মিলিয়ন হংকং ডলার জালিয়াতি করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩.২৭ কোটি টাকার সমান।
জানা গেছে হংকংয়ের জাতীয় দলের অধিনায়ক বেশ কয়েকটি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়ে আহত হওয়ার জন্য বীমা সংস্থার থেকে অর্থ দাবি করেছিলেন। শারীরিকভাবে অক্ষম বলে সংস্থাটির কাছে অর্থ নেন তিনি। এরপরই ওই বীমা সংস্থা আইজাজ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে। তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা গেছে যে, আইজাজ খান ওই বীমা সংস্থার কাছে দাবী করেন যে তিনি কাজ করতে অক্ষম তাই তাকে অর্থ প্রদান করতে হবে। এরপরে দেখা যায় তিনি তার আয় চালিয়ে যেতে ১০ বা ততোধিক স্পোর্টস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তারপরে তার ক্ষতিপূরণ হিসাবে বিপুল পরিমাণ অর্থের জালিয়াতির অভিযোগ আনে ওই বীমা সংস্থা।
২০১৪ সালে হংকং জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২৮ বছর বয়সী আইজাজ খানের। এখন পর্যন্ত ৫৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status