বাংলারজমিন

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ৫

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে

২০২১-০৭-২৪

 ট্রলার ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আলিম সরকার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নের বেহেরপাড়া গ্রামের আলিম সরকারকে গরু কাটায় ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে আঘাত করলে এ হত্যার ঘটনা ঘটে। আহতরা হলেন- নিজাম ব্যাপারী, মো. হৃদয়, জগতারা বেগম, সুমি আক্তার ও হালিমননেছা। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আলিম সরকারের ভাগ্নে মো. নিজাম ব্যাপারী জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় দীঘিরপাড় বাজার থেকে শিলই ইউনিয়নের  ৯ নন্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজুল ইসলাম হাকিম আলিম সরকারের ভাগ্নে মহিউদ্দিন ব্যাপারীর ট্রলার ভাড়া নিয়ে  দীঘিরপাড় বাজার থেকে বেহেরপাড়ায় আসেন। এ সময় ইউপি সদস্য হাকিম ভাড়া বাবদ ট্রলার চালক মহিউদ্দিনকে ১০০ টাকা প্রদান করলে সে ৩০০ টাকা দাবি করে। এ নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডায় অপমানিত বোধ করেন ইউপি সদস্য। এর জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য রিয়াজুল ইসলাম হাকিম তার লোকজন নিয়ে বেহেরপাড়া গ্রামে গিয়ে হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি তাদের কোপাতে থাকে। এ সময় ট্রলার মালিক মহিউদ্দিনের সঙ্গে থাকা তার মামা আলিম সরকার (৬০) রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় নারীসহ আরও ৪ জন আহত হন। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status