× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা আক্রান্ত রোগীদের ঈদের আনন্দ দিতে মানবিক টিম সিলেট’র পিঠা বিতরণ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৪ জুলাই ২০২১, শনিবার

ঈদের দিন সিলেট ওসমানী হাসপাতালে মহামারি করোনার ছোবলে অনেক মানুষ মুমূর্ষু অবস্থায় দিন যাপন করছেন। তাদের স্বজনদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে ও অন্য রোগীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পিঠা ও সেমাই বিতরণ করার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। উক্ত পিঠা বিতরণে উপস্থিত ছিলেন- মানবিক টিমের প্রধান সমন্বয়ক পুলিশ সদস্য সফি আহমদ, মানবিক টিমের সহ-সমন্বয়ক মুক্তার হোসেন মান্না, রবিউল ইসলাম রবি, মুহিবুর রহমান শোয়েব, সিলেট মেট্রোপলিটন পুলিশের নারী সদস্য শাহিনা রিপা, মুক্তার হোসেন রাসেল, এইচ এম ইমরান। সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক সফি আহমেদ বলেন, করোনার এই মহামারিতে ঈদের আনন্দকে ভাগাভাগি করা ও কোভিড আক্রান্ত রোগী ও তাদের পরিবারের মনোবল বৃদ্ধির জন্য আমাদের আয়োজন। মুক্তার হোসেন মান্না বলেন, এই সমাজের সুস্থ ও অসুস্থ মানুষের মধ্যে অধিকাংশ অসুস্থ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিশেষ করে ক্যান্সার ও কোভিড আক্রান্ত রোগী। এইসব রোগীদের মনের অনুভুতি ও আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদের আগের দিন সারারাত ছোট বোন শাহিনা রিপার বাসায় ঘরোয়া পরিবেশে নিজ হাতে আমরা রোগীদের জন্য পিঠা বানাই এবং তা ঈদের দিন বিতরণ করি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর