× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ঈদের চতুর্থ দিনের টিভি আয়োজন

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০২১, শনিবার

ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে বরাবরই টিভি চ্যানেলগুলোর থাকে নানা আয়োজন। এবারো তার ব্যতিক্রম হয়নি। দেশের প্রতিটি স্যাটেলাইট চ্যানেলে ঈদ আয়োজনে থাকছে সিনেমা, নাটক, টেলিছবি, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিনসহ নানা অনুষ্ঠান। আজ ঈদের চতুর্থ দিন বাংলাদেশ টেলিভিশনে দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘স্বর্গ থেকে নরক’। অভিনয়ে-ফেরদৌস, নিপুণ, আহমেদ শরীফ, শর্মিলী আহমেদ প্রমুখ। পরিচালনায় ড. অরূপ রতন চৌধুরী। এটিএন বাংলায় রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সমস্যা কি?’ রচনা ও পরিচালনায় মাইদুল রাকিব। অভিনয়ে-মোশাররফ করিম, সারিকা সাবা প্রমুখ।  চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘কসাই’।
অভিনয়ে-নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মী প্রমুখ। বাংলাভিশনে আজ বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম- ‘অদ-ভূত’। অভিনয়ে-সাবিলা নূর, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, সুমন পাটোয়ারীসহ অনেকে। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। এনটিভিতে আজ সকাল ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেডেল’। এটি রচনা ও পরিচালনায়  রায়হান খান। অভিনয় করেছেন মোশাররফ করিম, সারিকা, সাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ প্রমুখ। আরটিভিতে সন্ধ্যা ৬টায় প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক ‘চান্দের বুড়ি নোয়াখাইল্লা’। এটি রচনা ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। অভিনয়ে- তারিন জাহান, রওনক হাসান, আরফান আহমেদ, ফারজানা ছবি প্রমুখ। গাজী টিভিতে রাত ৯টায় প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘মেনু কার্ড’। এতে অভিনয় করেছেন ইলোরা গহর, সালহা খানম নাদিয়া, খায়রুল বাশার, শশী আফরোজ প্রমুখ। নাটকটি পরিচালনায় দীপু হাজরা। বৈশাখী টিভিতে ‘গানে গানে ঈদ আনন্দ’ প্রচার হবে সকাল ১১টা ৫ মিনিটে। গান গাইবেন- কণ্ঠশিল্পী সালমা। আফরিন অথৈর উপস্থাপনায় এটি প্রযোজনা করছেন লিটু সোলায়মান। এসএটিভিতে বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘লাস্ট বল’। অভিনয়ে-সালাহউদ্দিন লাভলু, আখম হাসান, জামিল, তানহা তাসনিয়া। রচনা ও পরিচালনায় আদিবাসী মিজান। এশিয়ান টিভিতে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচার হবে তারকাদের অংশগ্রহণে ফ্যাশন ও লাইফ স্টাইল শো ‘গ্লস অ্যান্ড গ্লিটার’। তামান্না প্রমির উপস্থাপনায় অতিথি থাকবেন চিত্রনায়িকা আঁচল, মডেল রুহি ও ডা. দিলরুবা সুমাইয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর