খেলা
‘মেসির সঙ্গে খেলা স্বপ্নের মতো’
স্পোর্টস ডেস্ক
২০২১-০৭-২৪
গত মৌসুমের আগের মৌসুমে মেম্ফিস ডিপাইকে চেয়েছিল বার্সেলোনা। ট্রান্সফ্রার ফি নিয়ে সমঝোতা না হওয়ায় অপেক্ষা বাড়ে ডাচ স্ট্রাইকারের। অলিম্পিক লিঁও’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রিতে বার্সেলোনায় নাম লেখান ডিপাই। বার্সেলোনার প্রথম ডাকেই সাড়া দিয়েছিলেন। লিঁও ডিপাইকে ছাড়েনি। ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ করে ন্যু ক্যাম্পে পাড়ি জমিয়েছেন। আনুষ্ঠানিকভাবে পরিচয় পর্বও সম্পন্ন হয়েছে। ২৭ বছর বয়সী ডাচ তারকা জানিয়েছেন নতুন ক্লাবে নিজের স্বপ্নের কথা। স্বাভাবিকভাবেই সবার আগে এসেছে লিওনেল মেসি প্রসঙ্গ। চুক্তি নবায়ন না করায় মেসি এখন আর বার্সেলোনার নন। আপাতত ‘ফ্রি এজেন্ট’ আর্জেন্টাইন সুপারস্টার। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, ‘পাঁচ বছরের জন্য বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি। দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা’। সব ঠিক থাকলে মেসির সঙ্গে জুটি বাঁধার অপেক্ষায় মেম্ফিস ডিপাই। তার আগে জানালেন মেসিকে নিয়ে মুগ্ধতার কথা। তিনি বলেন, ‘মেসির সঙ্গে খেলা স্বপ্নের মতো। তিনি কিংবদন্তি। (মেসি বিশ্বসেরা খেলোয়াড়।’ কোপা আমেরকিায় আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে বড় অবদান মেসির। চার গোল ও পাঁচ অ্যাসিস্ট করে হয়েছেন সেরা খেলোয়াড়। মেসির পারফরমেন্স মুগ্ধ ডিপাই। তিনি বলেন, ‘দেখেছেন কোপা আমেরিকায় সে কি করেছে? লিওর (মেসি) সঙ্গে খেলতে আমি মুখিয়ে আছি। আমি তার বড় ভক্ত।’ ডিপাইয়ের বার্সেলোনায় যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান। নেদারল্যান্ডস জাতীয় দলে যার কোচিংয়ে খেলছেন মেমফিস। শৈশবের স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে তিনি ধন্যবাদ জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট, বোর্ড ও কোচকে। আলাদাভাবে উল্লেখ করেছেন কুমানের ভূমিকার কথা। তিনি বলেন, ‘আমি কোচকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এখানে না থাকলেও আমি যোগ দিতাম, কারন বার্সেলোনাকে না বলা যায় না। তবে এটা সত্যি যে আমার এখানে আসার পেছনে তার অনেক বড় ভূমিকা রয়েছে।’