খেলা

নতুন ভেন্যুর তালিকায় ভারত, নেপাল ও মালদ্বীপ

সাফ আয়োজনে অপারগতা প্রকাশ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

২০২১-০৭-২৪

করোনার অতি সংক্রমণে আবেদন করেও এএফসি কাপের ভেন্যু পায়নি বসুন্ধরা কিংস। আগামী ৩০শে আগস্ট থেকে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু স্পন্সর স্বল্পতা ও করোনা পরিস্থিতির কারণে সাফও হচ্ছে না বাংলাদেশে। করোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  বাংলাদশে থেকে সরে যাওয়া সাফ ফুটবলের নতুন সময় নির্ধারণ হয়েছে আগামী অক্টোবের প্রথম সপ্তাহে। পাশাপাশি স্বাগতিক হওয়ার জন্য ভারত ছাড়াও  নেপাল ও মালদ্বীপ মৌখিকভাবে আবেদন করেছে। গতকাল সাফের দেশগুলোর সাধারণ সম্পাদকদের ভার্চুয়াল সভায় এমন আলোচনা হয়।
২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরটি অনুষ্ঠিত হয় ঢাকায়। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পরবর্তী আসরটিও বাংলাদেশে হওয়ার কথা ছিল গত বছরে। করোনার কারণে গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়নি। একই কারণে এবার বাংলাদেশ আয়োজনে অপারগতা প্রকাশ করেছে। তবে সদস্যরা সবাই চাইছে পিছিয়ে হলেও প্রতিযোগিতা যেন মাঠে গড়ায়। তাই সবার সম্মতিতে সাফ পিছিয়ে অক্টোবরে নেয়া হয়েছে। নতুন ভেন্যুর জন্য ভারত, নেপাল ও মালদ্বীপ আগ্রহ প্রকাশ করেছে। ভারতে সাফ হলে খেলা হবে কলকাতায়। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সভা শেষে মানবজমিনকে বলেন, ‘সাফের সব দেশই চায় সাফ ফুটবল হোক। আগামী অক্টোবর ফিফার নির্দিষ্ট সময়ে খেলা আয়োজনে সবাই একমত। পাঁচ দেশ নিয়েই লীগ পদ্ধতিতে হবে খেলা। ভেন্যুর জন্য তিন দেশের একটিকে বেছে নেয়া হবে। এরপর সভা করে সবকিছু চূড়ান্ত হবে।’ উল্লেখ্য ফিফা নিষিদ্ধ করায় সাফ চ্যাম্পিয়নশিপের এবারকার আসরে খেলতে পারছে না পাকিস্তান। আর করোনার কারণে চলতি বছর কোনো আন্তর্জাতিক আসর খেলবে না ভুটান।  যে কারণে পাঁচ দেশ নিয়েই হবে এবারের আসর।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status