দেশ বিদেশ

রমেক হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচার, আটক ৬

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২০২১-০৭-২৪

 রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের অভিযোগে ৩টি ট্রাক জব্দসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ট্রাকসহ আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ও হাসপাতাল কর্মচারীদের সূত্রে জানা যায়, গতকাল বাদ জুমা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার আনা-নেয়া করার গেটে ৩টি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৬৭৮১, ঢাকা মেট্রো ট-১৫-৭৬৮৩  ও ঢাকা মেট্রো ট-২২-৩১৩৬) আসে। ট্রাকের চালক ও হেল্পারদের জিজ্ঞাসা করা হলে তারা জানায় এ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার ঢাকায় নিতে ট্রাকগুলো আনা হয়েছে। ডা. রেজাউল নামে এক ব্যক্তি এই সিলিন্ডার নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া করেছেন। এ ঘটনা জানার পর হাসপাতালের কর্মচারীরা পুলিশে খবর দিলে থানা পুলিশের সদস্যরা এসে ট্রাকের চালক দিনাজপুর সদরের আবুল কাশেমের ছেলে জহুরুল ইসলাম (৪৩), আসমত ফকিরের ছেলে আবুল কাশেম (৪৭), আইনুল হকের ছেলে সুজন হোসেন (২৯), চালকের সহযোগী দুলু রাম রায়ের ছেলে আশিক রায় (১৮), সুরুজ জামানের ছেলে সাইদ হাসান (২৯), আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম (৩৪)কে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে ৩টি ট্রাকসহ তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নেয়া হয়। আটককৃত ট্রাকের চালক সুজন হোসেন বলেন, অক্সিজেন সিলিন্ডার পরিবহনের জন্য দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের মাধ্যমে ৩টি ট্রাক ভাড়া করে রেজাউল নামের এক ব্যক্তি। ৪০ হাজার টাকার বিনিময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তা মহাখালীতে পৌঁছে দেয়ার চুক্তি হয়। হাসপাতালের গেটে আসার পর রেজাউল নামের ব্যক্তিকে ফোন দিলে তিনি অক্সিজেন আনা-নেয়ার পয়েন্টে ট্রাক আনতে বলে এবং একটি নম্বর দিয়ে সেখানে ৩ হাজার টাকা পাঠাতে বলে। আমরা টাকাগুলো পাঠানোর পর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
যে নম্বরে টাকা পাঠানো হয়েছে সেটিও বন্ধ রয়েছে। মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, করোনাকালে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন সময় যদি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন পাচারের ঘটনা ঘটে থাকে তবে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং প্রত্যেকটি বিষয় আমরা খতিয়ে দেখছি। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন ড্রাইভার ও ৩ জন হেল্পারকে ট্রাকসহ থানায় নেয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, জরুরিভিত্তিতে অক্সিজেনের প্রয়োজন হলে স্টোরকিপারের মাধ্যমে চাহিদাপত্র হাসপাতাল পরিচালক বরাবর দেয়ার নিয়ম রয়েছে। তাই ধারণা করা হচ্ছে অক্সিজেন পাচারের উদ্দেশ্যে ট্রাকগুলিকে আনা হয়েছিল। আমরা কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছি।
 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status