বিনোদন

রাজের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

বিনোদন ডেস্ক

২০২১-০৭-২৪

ফাঁস হলো রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাট। ১২১টি ভিডিও ১২ লক্ষ ডলারে বিক্রি করতে চলেছিলেন তিনি। রাজের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া এই তথ্য শুক্রবার আদালতে পেশ করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, আন্তর্জাতিক স্তরে ব্যবসা করছিলেন রাজ। সেখানেই ১২১টি ভিডিও ১২ লক্ষ ডলারের (টাকার অংকে যা প্রায় ৮ কোটি ৯৪ লক্ষ) বিনিময়ে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। পুলিশের সন্দেহ, পর্নোগ্রাফির ব্যবসা করে পাওয়া টাকা অনলাইন বেটিংয়ে লাগাতেন রাজ। সেই কারণেই ইয়েস বাংক এবং আফ্রিকার ইউনাইটেড বাংকে রাজের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে চাইছে তারা। পাশাপাশি পুলিশের তরফে আদালতে জানানো হয়, রাজকে গ্রেপ্তারের পর যে স্যান্ডবক্স পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে যৌন ভিডিও ছিল। যে ৫১টি ভিডিওর সন্ধান পাওয়া গিয়েছে, সেগুলির মধ্যে ৩৫টি ভিডিও ‘হটশটস’ অ্যাপেও ছিল। পুলিশের অনুমান, রাজের গ্রেপ্তারের পর অনেক তথ্য মুছে ফেলা হয়েছে। সেগুলোকে পুনরুদ্ধার করার পরিকল্পনা চলছে। পরবর্তী সময় এই অ্যাপকে আইওএস এবং অ্যান্ড্রয়েড থেকে বাতিল করে দেওয়া হয়। ব্যবসা চালানোর জন্য ‘বলিফেম’ নামে একটি অ্যাপ বাজারে আনার পরিকল্পনা করেছিলেন রাজ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status