× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রীমঙ্গলে মরে ভেসে উঠেছে সাগরদিঘীর মাছ

বাংলারজমিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, রবিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর-শহরের ঐতিহাসিক সাগরদিঘীতে সব মাছ মরে ভেসে উঠছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা মৎস্য অফিস থেকে এ ঘটনায় দিঘীর পাড়ে কোরবানির পশুর হাটের বর্জ্য ফেলাকে দায়ী করেছে। গত বুধবার দিঘীর পানিতে কিছু মাছ ভেসে উঠতে দেখা যায়। পরে  শনিবার সকালে সমস্ত দিঘীর পানিতে মরা মাছ ভেসে ওঠে। হাজার হাজার মৃত মাছের পচা দুর্গন্ধে দিঘীর চারপাশের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। শ্রীমঙ্গল পৌরসভা থেকে হাজী আজিজুর রহমান দুলাল নামে এক ইজারাদার দিঘীর পাশের হাট ইজারা নিয়ে এই মিশ্র মাছ চাষ করছিলেন বলে জানা গেছে। সরজমিন সাগরদিঘীর পাড়ে গিয়ে দেখা যায়, পুরো দিঘীজুড়ে রুই, পাঙ্গাস, তেলাপিয়াসহ বড় বড় মাছ ভেসে দিঘীর চারপাশের এলাকায় মরা পচা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
এক শ্রেণির লোকজনকে নৌকা দিয়ে দিঘী থেকে মরা মাছ সংগ্রহ করতে দেখা গেছে। সাগরদিঘী মাছ চাষের দেখাশোনার দায়িত্বে থাকা জুয়েল মিয়া বলেন, কোরবানির ঈদের দিন থেকে এখানে মাছ মরে ভেসে উঠতে থাকে। এখানে রুই, কাতলা, পাঙ্গাশহ মিশ্র মাছ চাষ করা হচ্ছিল। এখানে সব মাছ বড় হয়েছিল। কথা ছিল ঈদের পর মাছগুলো ধরে বিক্রি করার। কিন্তু এর আগেই মাছ মরার ঘটনা ঘটলো। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান জুয়েল। পচা মাছগুলো দূরে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির বলেন, ধারণা করছি, সাগরদিঘীর পাশেই কোরবানির পশুর হাট বসেছিল। সেখানে গরুর গোবর, মূত্র ও বর্জ্য পদার্থ বৃষ্টির পানিতে দিঘীতে পড়ে গ্যাস সৃষ্টি হয়ে অক্সিজেনের সংকট দেখা দেয়। এই কারণে মাছ মরে ভেসে উঠেছে। মরা মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে,  প্রয়োজনীয় পোস্টমর্টেম করে মাছ মরার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর