× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুরে বিজ্ঞানী ও কলেজ শিক্ষকের মৃত্যু

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৫ জুলাই ২০২১, রবিবার

করোনায় আক্রান্ত হয়ে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর বিজ্ঞানী ড. মো. আব্দুর রউফ ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যাপক এটিএম আজহারুল ইসলাম সাখাওয়াত মারা গেছেন। গতকাল শনিবার সকালে ও দুপুরে তারা দুজনে আলাদা দু'টি হাসপাতালে মারা যান। বারি’র প্রটোকল অফিসার মো. আল-আমিন জানান, প্রতিষ্ঠানটির গবেষণা উইংয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তরুণ বিজ্ঞানী আব্দুর রউফ শনিবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি বারি ক্যাম্পাসের আবাসিক এলাকায় বসবাস করতেন। গত ৮ই জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন নিশ্চিত হওয়ার পরদিন ৯ই জুলাই থেকে ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে প্রতিষ্ঠানটিতে শোকের ছায়া নেমে এসেছে। বারি মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম গভীর শোক জানিয়েছেন। অন্যদিকে, জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক এটিএম আজহারুল ইসলাম সাখাওয়াত (৫৬) শনিবার দুপুরে মারা যান।
একই কলেজের অধ্যাপক হাবিব মৃধা জানান, প্রায় দু’মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউ'র দরকার হলে গত শুক্রবার নেয়া হয় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হসপিটালে। সেখানে চিকিৎসাধীন একদিন পরেই শনিবার দুপুরে তিনি মারা যান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে তিনি শ্রীপুরে ওই কলেজে অধ্যাপনা শুরু করেন।
তার বাড়ি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে।
এদিকে, শনিবার জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১ জন। এই নিয়ে এই জেলায় মোট মৃতের সংখ্যা ৩১৩ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর