অনলাইন

শনাক্তের হার ৩০.০৪

করোনায় আরও ২২৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

২০২১-০৭-২৫

দেশে একদিনে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ২৭৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৮৪ জন এবং এখন পর্যন্ত ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬৩৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৯৭২টি নমুনা সংগ্রহ এবং ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৪ লাখ ৫৫ হাজার ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট শনাক্তের ৪২ দশমিক ১১ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৬৯ জন। শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৫৫ জন। এই বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৭৫ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ৩০ দশমিক ২৯ শতাংশ। মারা গেছে ৪১ জন।
ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১৫ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৪৫৯ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৯৬ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ৪০ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৬৭ জন। শনাক্তের হার ৩৮ দশমিক ৮০ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ২১ জন। শনাক্ত হয়েছে ১ হাজার ৬ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৫২ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১৬ জন। শনাক্তের সংখ্যা ৯২০ জন। শনাক্তের হার ২৭ দশমিক ৩৮ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৫০ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৭৮ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৬৪ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ৬ জন। শনাক্তের সংখ্যা ৭৬৬ জন। শনাক্তের হার ৪১ দশমিক ৯৪ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ১১ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৪৪০ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ৯৭ শতাংশ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status