বিনোদন

ঈদের ষষ্ঠ দিনের টিভি আয়োজন

স্টাফ রিপোর্টার

২০২১-০৭-২৬

ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে বরাবরই টিভি চ্যানেলগুলোর থাকে নানা আয়োজন। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশ টেলিভিশনসহ দেশের প্রতিটি স্যাটেলাইট চ্যানেলে ঈদ আয়োজনে থাকছে সিনেমা, নাটক, টেলিছবি, সংগীতানুষ্ঠান ও ম্যাগাজিনসহ আরও নানা অনুষ্ঠান। আজ রাত ৮টা ৪৫ মিনিটে শাহ জামান মিয়ার প্রযোজনায় প্রচারিত হবে ব্যান্ড শো ‘ঈদের ব্যান্ড সংগীত’। এতে গান পরিবেশন করবে কিশোর অ্যান্ড ফ্রেন্ডস, নর্দান স্টার এবং ব্যান্ড রেশমি ও মাটি। একুশে টেলিভিশনে বিশেষ নাটক ‘আমার একটাই গার্ল ফ্রেন্ড’ প্রচার হবে আজ রাত ৮টায়। বি ইউ শুভ’র পরিচালনায় নাটকে অভিনয় করেছেন আলভী, সারিকা, তানভীরসহ অনেকে। এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘রিভেঞ্জ’। রচনা ও পরিচালনায় জিয়াউল হক পলাশ। অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিন প্রমুখ। চ্যানেল আইতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘কুকুর স্বভাব’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু প্রমুখ। এনটিভিতে ঈদের ৭ম দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মেডেল’। আজ দেখা যাবে এর ষষ্ঠ পর্ব। রায়হান খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান, রিমু রেজা খন্দকার প্রমুখ। আরটিভিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘নীলা ডেকে ছিল’। পরিচালনায় এম হাসনাত সেন্টু। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, জাকিয়া বারী মম, তাসনুভা তিশা প্রমুখ।
দীপ্ত টিভিতে বাংলা সিনেমার গান নিয়ে দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে ‘আমাদের ছবি আমাদের গান’। গৌরব সরকারের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানহা তাসনিয়া।


Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status