× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

গোমস্তাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাংলারজমিন

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, সোমবার

চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ডাকাতের প্রস্তুতিকালে স্থানীয় জনতা ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের বংপুর মোড় সংলগ্ন একটি পরিত্যক্ত অটোমিলের পাশের ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় ছোট বড় ৩টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ্‌ আল শফি আনসারী ও স্থানীয়রা জানান, ওই সড়কের বংপুর ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের রহনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটক রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আটক ৩ জনকে উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে যায়। এ সময় ১টি ছুরি ও ২টি হাসুয়া জব্দ করে। আটককৃতরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ছোট তেঘরিয়ার গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোস্তাকিম (২০), রহনপুর ইউনিয়নের পাথর পূজা গ্রামের সাবেদ আলীর ছেলে আনোয়ার (২২) ও একই ইউনিয়নের বংপুর গ্রামের মনিরুলের ছেলে মনোয়ার (২২)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, রহনপুর-আড্ডা সড়কের বংপুর মোড় সংলগ্ন একটি পরিত্যক্ত অটোমিলের পাশের রাস্তায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে। বাকি ৫-৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর