× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সরাইলে বিদ্যুতের ক্যাবল ছিঁড়ে বসতঘরে আগুন

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, সোমবার

 সরাইলে বিদ্যুৎ-এর এসটি লাইনের ক্যাবল ছিঁড়ে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। এখানে ৫টি ঘরে বসবাস করছেন অর্ধশতাধিক লোক। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তারা। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। গত শনিবার দিবাগত রাতে উপজেলার শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ও প্রত্যকক্ষদর্শী গ্রামবাসী জানায়, গ্রামের সড়ক পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ, শাহ আহমদ আলী, রাজু মিয়া ও আহমদ মিয়া। অন্যান্য দিনের মতো শনিবার রাতে ঘুমিয়ে পড়েন তারা। হঠাৎ করে আউশ মিয়ার বাড়ির পাশের বৈদ্যুতিক এসটি লাইনের প্রায় ৫ শত গজ ক্যাবল ছিড়ে বিকট শব্দে তাদের টিনের চালে পড়ে আগুন লেগে যায়।
ঘুম ভেঙে পাঁচ পরিবারের লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। প্রাণভয়ে শিশুসহ পরিবারের সব সদস্য দৌড়ে ঘর থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করেন। তাদের আর্তচিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে উপজেলা পিডিবি কর্তৃপক্ষকে মুঠোফোনে বিষয়টি অবগত করেন। তারা তাৎক্ষণিক সেখানকার সংযোগ বিচ্ছিন্ন করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেন। তবে গতকাল দুপুর পর্যন্ত সেখানকার বৈদ্যুতিক লাইন মেরামত করা হয়নি। এ বিষয়ে সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) মো. সামির আসাব বলেন, বৃষ্টির কারণে অনেক স্থানে ক্যাবলের টেম্পার নষ্ট হয়ে ছিড়ে পড়ছে। নতুন করে ক্যাবল সংযুক্তের কাজ পক্রিয়াধীন আছে। পর্যায়ক্রমে বৈদ্যুতিক লাইনের আগের ক্যাবলগুলো পরিবর্তন করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর