× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লিটন মোস্তাফিজ দেশে ফিরলে সিদ্ধান্ত

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৬ জুলাই ২০২১, সোমবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না দুই সেরা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। এমন ধাক্কার পর লিটন দাস ও পেসার মোস্তাফিজুর রহমানের ইনজুরির দুঃসংবাদ। এই দু’জন খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। এর মধ্যে বাংলাদেশের নির্বাচকদের হাত পা বাঁধা অস্ট্রেলিয়ার কঠিন শর্তের কারণে। জিম্বাবুয়েতে যে টি-টোয়েন্টি দল খেলেছে আর তাদের সঙ্গে যারা বায়ো বাবলে আছে এদের বাইরে আর কাউকে টি-টোয়েন্টি দলে নেয়ার সুযোগ নেই। তবে এবার অজিরা বাংলাদেশ সফরে আসছে তাদের অধিনায়ক ও বেশ কয়েজন তারকা ক্রিকেটারকে ছাড়াই। তারপরও ক্যাংগারুদের বিপক্ষে টাইগারদের চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘তামিম-মুশফিকের না থাকাটা আমাদের জন্য খারাপ খবর।
দলে অনেক বড় প্রভাব ফেলে। তামিম-মুশফিকের না থাকাটা দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। লিটনেরটা এখনই আলোচনা করছি না, কারণ সে এখনো বাদ পড়েনি। তবে এরকম হতেই পারে। আপনাকে অনেক সময়ই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া খেলতে হবে।’
সব কিছু ঠিক থাকলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ২৯শে জুলাই। যদিও দুই এক দিন দেরিও হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে প্রস্তুত বাংলাদেশ। এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) শর্ত মেনে ১০ দিনের কোয়ারেন্টিনে আছেন সিরিজ সংশিষ্ট ম্যাচ রেফারি, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানসহ ১৫০ জন। জিম্বাবুয়েতে থাকা বাংলাদেশ টি-টোয়েন্টি দল দেশে ফিরেও বিশ্রাম নিতে পারবে না। কারণ সিএ’র শর্ত অনুসারে ২১শে জুলাইয়ের পর দলের সঙ্গে নতুন কাউকে সম্পৃক্ত করা যাবে না। এ বিষয়ে হাবিবুল বাশার বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণার কিছু নাই। জিম্বাবুয়েতে যে দলটা আছে এখানে নতুন করে কারও ঢোকার সুযোগও নেই। ওখানে স্কোয়াডে সদস্য বেশি আছে। ঘোষণাটা এখানে আসার পর হবে, কয়েকটা ইস্যু আছে।’
ইনজুরির কারণে লিটন ও মোস্তাফিজকে নিয়ে দলের চিন্তা। যদি শেষ পর্যন্ত তারা খেলতে না পারেন তাহলে কী হবে? এ বিষয়ে বাশার অবশ্য জানিয়েছেন তাদের দেশে ফিরে আসার অপেক্ষায় আছেন নির্বাচকরা। এরপরই সিদ্ধান্ত নেবেন।
লিটনের বিকল্প হতে পারেন মিঠুন
নির্বাচকদের বিকল্প ক্রিকেটার ভেবে রাখতেই হচ্ছে। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে টি-টোয়েন্টি দলের সঙ্গে বায়ো বাবলে রেখে দেয়া হয়েছে। লিটন খেলতে না পরলে দলে উইকেটকিপার হিসেবে থাকবেন শুধু নুরুল হাসান সোহান। বিকল্প নিয়ে বাশার বলেন, আমার মনে হয় না (স্কোয়াড বড় করার) প্রয়োজন আছে। ইতিমধ্যে ১৭ জন আছে। ৭ দিনের মধ্যে ৫টা খেলা। আমাদের স্কোয়াডে যেমন তিন উইকেটকিপার, তিনজন তো আর উইকেট কিপিং করবে না সোহান, মুশফিক, লিটন। তো সেখানে ডেডলাইন চলে যাওয়ায় মুশফিক বাদ আর, লিটন ধরেন ইনজুরির কারণে খেলতে পারলো না। সোহান বাকি, ওর কিছু হলে কিন্তু আর উপায় নেই। যদি লিটন ছিটকে যায় তাহলে একজন বিকল্প উইকেটকিপার হয়তো নিতে হবে। যারা জিম্বাবুয়েতে বায়ো বাবলে আছে তাদের মধ্য থেকে। মিঠুন তো আছেই দলের সঙ্গে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর