× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

হাবিবের প্রচারণায় নানক, ভয়ভীতির অভিযোগ আতিকের

শেষের পাতা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ জুলাই ২০২১, সোমবার

সিলেটে নির্বাচনী প্রচারণার শেষদিকে এসে অভিযোগ তুললেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। বললেন- নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে। পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা নানা ভয়ভীতি প্রদর্শন শুরু করেছেন। কর্মী, সমর্থক ও ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এ ব্যাপারে তিনি নির্বাচনী কর্মকর্তাদের অবগত করলেও তার অভিযোগ আমলে নেয়া হচ্ছে না। গতকাল সিলেটের দক্ষিণ সুরমায় তার নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আতিক একই অভিযোগ উত্থাপিত করেছেন। এ সময় আতিক আগামী বুধবার অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আতিক বলেন- ‘প্রচারণাকালে ভোটের মাঠে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পর্যবেক্ষণ করেছি।
কিন্তু গত দুই/তিন ধরে হাওয়া বদল হচ্ছে। দক্ষিণ সুরমার মাঠ পর্যায়ের কিছু পুলিশ কর্মকর্তা জাতীয় পার্টির নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। কেন্দ্রে যেতে বারণ করছে। চোখ রাঙাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরাও। কেন্দ্রে না যেতে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধমকানো হচ্ছে। এ কারণে ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।’ আতিক জানান, ‘ফেঞ্চুগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সব ব্যানার- ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এ সময় বাধা দেয়া হলেও হুমকি প্রদর্শন করা হয়। মাঠে জাতীয় পার্টির ভোটের জোয়ার দেখে আওয়ামী লীগের কর্মীরা এখন শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে।’ তিনি বলেন- ‘এই নির্বাচন ক্ষমতায় যাওয়ার নির্বাচন নয়, এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। তবে কেন নির্বাচনে এত নাটকীয়তা- প্রশ্ন রাখেন আতিক।’ বলেন- ‘১৯৯১ সাল থেকে তিনি এ নির্বাচনী আসনে ভোটে সক্রিয় রয়েছেন। মানুষের কাছাকাছি রয়েছেন। এবারের নির্বাচনে তিনি বিজয়ের পথেই রয়েছেন। কিন্তু তার জনসমর্থন দেখে প্রতিপক্ষরা দিশাহারা হয়ে গেছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনের পর আতিকুর রহমান আতিক তিন উপজেলায় সর্বশেষ নির্বাচনী সমাবেশ করেছেন। এদিকে আতিকের মুখে শঙ্কার কথা থাকলেও স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরীর কোনো শঙ্কা নেই। তিনি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। শফি চৌধুরীর ঘনিষ্ঠজন ব্যাংকার-সাংবাদিক রাজু আহমদ জানিয়েছেন, এখন পর্যন্ত শফি চৌধুরীর কোনো অভিযোগ নেই। তবে শেষদিন পর্যন্ত নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। এদিকে- আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী জনসভায় গতকাল উপস্থিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ সিলেটের সিনিয়র নেতারা। তারা বিকালে বালাগঞ্জ উপজেলায় হাবিবুর রহমান হাবিবের শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এ সময় তারা উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ভোট দেয়ার আহ্বান জানান। সন্ধ্যার পর ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমায় নির্বাচনী জনসভা হয়েছে। এদিকে- আতিকের এই অভিযোগকে অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচন পরিচালনা কমিটির নেতারা। তারা জানিয়েছেন, সিলেট-৩ আসনের মানুষ চায় উন্নয়ন। আর উন্নয়নের জন্যই মানুষ নৌকার পক্ষে একাট্টা রয়েছে। ভোটের মাঠে নৌকার গণজোয়ার দেখেই আতিক ও তার লোকজন নানা অপপ্রচার চালাচ্ছেন। কাল্পনিক মিথ্যার আশ্রয় নিয়ে ভোটের মাঠকে উত্তপ্ত করতে চাইছেন। তার এই উদ্দেশ্যও হাসিল হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেন- মানুষ চায় উন্নয়ন। উন্নয়নের জন্যই মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের স্বাভাবিক পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। কোনো ব্যত্যয় হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর