বাংলারজমিন
হোসেনপুরে করোনায় সমাজসেবা কারিগরি প্রশিক্ষকের মৃত্যু
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২০২১-০৭-২৭
কিশোরগঞ্জের হোসেনপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত কারিগরি প্রশিক্ষক আনোয়ারা খাতুন (৫৬) মৃত্যুবরণ করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের মধ্য ধুলজুরী গ্রামের মৃত সাইফ উদ্দিন আহমেদের স্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তিনিসহ এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৪২ জন, সুস্থ হয়েছেন ১৩৪ জন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।