× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

গাংনীতে ভারতীয় মদসহ আটক ২

বাংলারজমিন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, মঙ্গলবার

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো- গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের মধ্যপাড়ার জিয়ারুল মণ্ডল (৩৫) ও একই গ্রামের আরিফ মণ্ডল (৩৮)। গত রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলা ডিবি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবি’র এসআই (নি.) অজয় কুমার কুণ্ড ও বিশ্বজিৎ সরকার। এ সময় উপস্থিত ছিলেন, ডিবি’র এএসআই (নি.) মাহাতাব আলীসহ সঙ্গীয় ফোর্স। জেলা ডিবি’র ওসি জুলফিকার আলী জানান- গ্রামের মোল্লাপাড়ায় থেকে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১৫ বোতল মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণী ২৪ (ক) ধারায় গাংনী থানায় রোববার রাতে মামলা রুজু হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর