× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রাঙ্গাবালীতে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

বাংলারজমিন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, মঙ্গলবার

গভীর নলকূপ (টিউবওয়েল) বসাতে গিয়ে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। নলকূপ বসানোর কাজ শেষ হলেও গতকাল পর্যন্ত গ্যাস বের হওয়া বন্ধ হয়নি। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ৪৭ নম্বর মধ্য চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নতুন নলকূপের পানি কেমন উঠছে, তা দেখতে গেলে নলকূপের পাশ দিয়ে বুদবুদ শব্দ হচ্ছিল। এতে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়, তারা দিয়াশলাই ঠুকে দিলে সেখানে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে রাতে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। রোববার রাতে ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, নলকূপের পাশের দু’টি গর্ত দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। তা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
বিষয়টি নিশ্চিত করে মধ্য চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ‘২৫০ ফুট পাইপ বসানোর পর পাইপের মাথায় গ্যাস নির্গমন হতে দেখে শ্রমিকরা। পরে সাড়ে ৮০০ ফুট পাইপ বসিয়ে নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন করে। পানিও ঠিকঠাক উঠছে। কিন্তু বালু ও মাটি চাপা দিলেও নলকূপের চারপাশ দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে। বিষয়টি আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মিজানুল কবির ও উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। সরজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর