বাংলারজমিন
কিশোরগঞ্জে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, বেড়েছে মৃত্যু
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২০২১-০৭-২৭
কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে বেড়েছে মৃত্যু। সর্বশেষ গত রোববার দিবাগত রাতে প্রকাশিত রিপোর্টে একদিনে সর্বোচ্চ ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিন সুস্থ হয়েছেন ৪৭ জন। মোট ৬০৭টি নমুনা পরীক্ষায় ১৭৫ জনের করোনা পজেটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ১১৫ জন, হোসেনপুরে ১৯ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় ৮ জন, কটিয়াদীতে ৪ জন, কুলিয়ারচরে ১ জন, ভৈরবে ৪ জন, নিকলীতে ৪ জন, বাজিতপুরে ৪ জন, ইটনায় ১ জন, মিঠামইনে ৩ জন এবং অষ্টগ্রামে ১ জন রয়েছেন। এই সময় পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ৮ হাজার ২৯০ জন, সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩৭ জন। বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে ৭৬ জন হাসপাতালে ও ১ হাজার ৮৯৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।