× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আয়ারল্যান্ডে সাইবার নিরাপত্তা সেন্টার বসাবে টিকটক

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) জুলাই ২৭, ২০২১, মঙ্গলবার, ৩:০৬ অপরাহ্ন

আয়ারল্যান্ডে নতুন একটি সাইবার নিরাপত্তা বিষয়ক সেন্টার খোলার পরিকল্পনা নিয়েছে ভিডিও শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। পরবর্তী প্রজন্মের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য এই সেন্টার স্থাপন করা হবে। টিকটক কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে, ডাবলিনে এই আঞ্চলিক একীকরণ সেন্টার হবে বিশ্বের মধ্যে প্রথম। ব্যবহারকারীদের সার্বক্ষণিক দিন রাত ২৪ ঘন্টা নিরাপত্তার বিষয়ে সহায়তা করা হবে সেখান থেকে। টিকটকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রোল্যান্ড ক্লাউটিয়ার বলেছেন, এই সেন্টার স্থাপন হচ্ছে টিকটকের পরবর্তী পদক্ষেপ। এর মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, মানুষ যখন টিকটক ব্যবহার করে, তারা মনে করে তাদের ডাটা আমাদের কাছে হস্তান্তর করে। সেই ডাটা খুবই গুরুত্ব দিয়ে রক্ষা করা আমাদের দায়িত্ব।
আমাদের বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক সংগঠনগুলো সব সময়ই বিশ্বজুড়ে মানুষের এসব তথ্যকে নিরাপদ রাখার চেষ্টা করে। এখন আমাদের পরবর্তী প্রজন্মকে বিনোদনমূলক এই প্লাটফরমে আরো নিরাপদ করার জন্য ডাবলিনে সেন্টার বসানো হচ্ছে। সেখানে কমপক্ষে ৫০টি কর্মসংস্থান হবে। এর মধ্যে থাকবে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং নীতি বিষয়ক পদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর