বাংলারজমিন
রাণীনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
২০২১-০৭-২৮
নওগাঁর রাণীনগরে বিয়ের দাবিতে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন বিউটি বেগম (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী। গত সোমবার বিকাল থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি। এ সময় প্রেমিক শাহাদত (২৫) বাড়ি থেকে পালিয়ে যায়। জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের এনামুল সরদারের ছেলে শাহাদত হোসেন একই গ্রামের সৌদি প্রবাসী আপেল মাহমুদের স্ত্রী বিউটির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রেমিক শাহাদত বিয়ে করার প্রলোভন দিয়ে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি বিউটির স্বামী ও স্বজনরা জানার পর পারিবারিক ভাবে কয়েক দফা সালিশি বৈঠকে বিউটিকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়। কিন্তু পিছু ছাড়ে না শাহাদত। এ ব্যাপারে বিউটি জানান, কয়েকদিন আগে আমার প্রেমিক শাহাদত আমাদের দুইজনের বেশকিছু ছবি আমার স্বামী আপেল মাহমুদের কাছে পাঠায়। একপর্যায়ে স্বামী আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং কিছু ছবি আমার বাবার বাড়ি বগুড়া জেলার দুপচাঁচিয়ায় পাঠায়। পরে কোনো উপায় না পেয়ে আমি শাহাদতের বাড়িতে চলে আসি। আমার উপস্থিতি টের পেয়ে বাড়ির অন্য গলি দিয়ে শাহাদত পালিয়ে যায়। এখন শাহাদত যদি বিয়ে না করে আমি আত্মহত্যা করবো। রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ জানান, এমন একটি খবর জানতে পেরেছি। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।