× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বড় শাস্তি পাচ্ছেন তিন লঙ্কান ক্রিকেটার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২১, বুধবার

ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভেঙে সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলা। সিরিজ চলাকালীন দল থেকে বহিস্কৃত হন তারা। তিন জনই পেতে যাচ্ছেন বড় শাস্তি।

এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ ও চার্জশিট জারি করেছে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। সেটির শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার বোর্ডের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকবেন মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলা।

এসএলসির এক সূত্রের বরাত দিয়ে লঙ্কান গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘ওই তিন ক্রিকেটারের আইনজীবী বা প্রতিনিধিদের আনার অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা শুনানিতে হস্তক্ষেপ করতে পারবেন না।’

কুশল পেরেরার নেতৃত্বে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে গত মাসে ইংল্যান্ড সফরে যায় শ্রীলঙ্কা। সিরিজের মাঝপথে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কুশল মেন্ডিস ও নিরোশান ডিকভেলা ডারহামে ঘুরাঘুরি করছেন। হোটেলের কড়াকড়ি ও বিধিনিষেধ উপেক্ষা করে কীভাবে তারা বাইরে এলেন এই প্রশ্নে ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

সেই ভিডিওতে দানুশকা গুনাথিলাকাকে দেখা না গেলেও তিনিও ঐ দুই ক্রিকেটারের সঙ্গে ছিলেন বলে জানা যায়।

পরে তদন্ত সাপেক্ষে তিন ক্রিকেটারকেই বহিস্কার করে এসএলসি। সে কারণে সিরিজের মাঝপথেই তাদের দেশে ফেরত পাঠানো হয়।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর