× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায় সর্বোচ্চ শনাক্ত ১৬,২৩০ জন, আরও ২৩৭ জনের মৃত্যু

অনলাইন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) জুলাই ২৮, ২০২১, বুধবার, ৭:০২ অপরাহ্ন

দেশে করোনায় প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। দেশে একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছেন। এর আগে ২৬শে জুলাই ১৫ হাজার ১৯২ জনের শনাক্তের রেকর্ড ছিল। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৬ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৭০ জন এবং এখন পর্যন্ত  ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৬৩৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ১৫৭টি নমুনা সংগ্রহ এবং ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৭৬ লাখ  ১২ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, একদিনে দেশের মোট শনাক্তের ৫২ দশমিক ১৯ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৭০ জন। শনাক্ত হয়েছেন ৮ হাজার ২৭১ জন। এই বিভাগে শনাক্তের হার ৩০ দশমিক ২৯ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২৮ দশমিক ৯৩ শতাংশ। মারা গেছে ৩৭ জন।

ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৭ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৬২৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২০ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ৬২ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩০৩ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৪১ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ২১ জন। শনাক্ত হয়েছে ৯১৭ জন। শনাক্তের  হার ১৭ দশমিক ৭২ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১৬ জন। শনাক্তের সংখ্যা ৬৫৭ জন। শনাক্তের হার ২৮ দশমিক শূন্য ১ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৩৪ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৮৬৬ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৮৩ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ৯ জন। শনাক্তের সংখ্যা ৮৫৪ জন। শনাক্তের হার ৪১ দশমিক ৩৫ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৮ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৭৩৬ জন। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৫ শতাংশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর