× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কুলাউড়ায় ডাকাতি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

বাংলারজমিন

কুলাউড়া (মৗলভীবাজার) প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

কুলাউড়া উপজেলায় সংঘটিত ডাকাতি মামলার অন্যতম আসামি মিলাদ (৩০)কে ঢাকার  কেরানীগঞ্জ থানা এলাকা থেকে  গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অপু কুমার দাসসহ থানা পুলিশের এক টিম গোপন সংবাদের ভিত্তিতে  কেরানীগঞ্জ থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মিলাদকে গ্রেপ্তার করে বিকালে কুলাউড়ায় নিয়ে আসেন।  গ্রেপ্তারকৃত মিলাদ মিয়া রাজনগর উপজেলার সালন নিবাসী তরিক মিয়ার পুত্র। ওসি বিনয় ভূষণ রায় জানান, থানা পুলিশের জিজ্ঞাসাবাদে মিলাদের স্বীকারোক্তিনুযায়ী মঙ্গলবার রাতে পৃথক এক অভিযান চালিয়ে কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটিকির এক ঝোপ থেকে ৬ রাউন্ড কার্তুজসহ ১টি দেশীয় পাইপগান উদ্ধার করে জব্দ করা হয়। এ ব্যাপারে মিলাদের বিরুদ্ধে ডাকাতি মামলা ছাড়াও কুলাউড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে ৫ দিনের রিমান্ড চেয়ে বুধবার (২৮শে জুলাই) মৌলভীবাজার  কোর্টে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, উক্ত ডাকাতি মামলায় ইতিপূর্বে সিলেট ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চালিয়ে কুলাউড়ার দক্ষিণ পাবই নিবাসী আব্দুল মজিদ ওরফে পিচ্ছি মজিদ ও বিলের পাড় নিবাসী সালাহ্‌ উদ্দিন, কমলগঞ্জ থানার শ্রীমতপুর নিবাসী আব্দুস সাত্তার রাজু ও হারুন মিয়া, হবিগঞ্জ জেলার ইটাখোলা মোড়াপাড়া নিবাসী আল অমিন, রাজনগর থানার মশাজান নিবাসী ইলিয়াছ মিয়াসহ আরও ৬ জনকে  গ্রেপ্তার করে মৌলভীবাজার  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলে জানান ওসি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর