× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

নাটোরে এমপি’র পিতাকে রাজাকার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলারজমিন

নাটোর প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

নাটোরের এমপি শফিকুল ইসলাম শিমুলের পিতা হাসান আলী সরদারকে মুক্তিযুদ্ধভিত্তিক একটি বই থেকে উদ্ধৃতি দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার রাজাকার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হাবিবুর রহমান নামের একজন মুক্তিযোদ্ধা। বুধবার সকালে শহরের ভবানীগঞ্জ মোড়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দাবিদার মো. হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, তথাকথিত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন শহরের সাহারা প্লাজায় সংবাদ সম্মেলন করে এমপি’র পিতা হাসান আলী সরদারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে রাজাকার বলেছেন। কিন্তু যুদ্ধকালীন সময় হাসান আলী সরদার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেননি বরং মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। তিনি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন বলেও দাবি তার। তবে যে বইয়ের উদ্ধৃতি দিয়ে স্বপন হাসান আলী সরদারকে রাজাকার দাবি করেছেন সেই বইয়ের লেখক বা বইয়ের ব্যাপারে কোনো কিছু কেন উল্লেখ নেই সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। এছাড়া কেন্দ্র ঘোষিত কমিটিকে তথাকথিত বলায়ও ক্ষমা চান হাবিবুর রহমান। এ সময় অন্যান্য আরও কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম বলেন, রাবি শিক্ষক সুজিত সরকার রচিত ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’- বইয়ের ৬০০ পৃষ্ঠায় নামের তালিকায় ২১ নম্বর এ হাসান আলী সরদারের নাম আছে।
এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য নেই, আমরা শুধু তাই উল্লেখ করেছি। বইটির প্রথম সংস্করণ ২০১০ সালে ও ২য় সংস্করণ প্রকাশ পেয়েছে ২০২১ সালের বইমেলায়। এতদিন তারা কি করেছেন, কেন তার প্রতিবাদ করেননি? তাই এ ব্যাপারে আমাদের নতুন কোনো বক্তব্য নেই। ইতিহাসই সত্যের প্রমাণ দিচ্ছে ও দেবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর