× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

উলিপুরে অপহরণের সাড়ে ৯ মাস পর কিশোরী উদ্ধার

বাংলারজমিন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

কুড়িগ্রামের উলিপুরে অপহরণের প্রায় সাড়ে ৯ মাস পর অপহৃত এক স্কুলছাত্রী (১৫) কে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নীলফামারী সদর উপজেলার পোস্ট অফিস মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত রায়হান মিয়াকে আটক করে গতকাল দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ই অক্টোবর উপজেলার বজরা ইউনিয়নের কালপানি বজরা এলাকার ওই কিশোরীকে অপহরণ করেন একই এলাকার কালপানি টিটমার এমদাদুল হকের পুত্র রায়হান মিয়া (৩২)। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে ওই কিশোরীর পিতা ফারুক হাসান বাদী হয়ে ১২ই নভেম্বর উলিপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রায়হানের পিতা এমদাদুল ও ভাই আকরাম হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠান পুলিশ। আসামিরা জামিনে বেরিয়ে আসলেও মূল অভিযুক্ত রায়হান ও ওই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ অভিযুক্ত রায়হানের মুঠোফোনের অবস্থান (ট্র্যাকিং) জানার জন্য প্রযুক্তি ব্যবহার করেন। দীর্ঘ সাড়ে ৯ মাস পর অবস্থান শনাক্ত হওয়ায় নীলফামারী সদর উপজেলার পোস্ট অফিস মোড় এলাকা থে?কে রায়হানসহ ওই কিশোরী?কে উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা (এস আই) আব্দুল বাতেন বলেন, প্রযুক্তির সাহায্যে আমরা তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই।
পরে নীলফামারী সদর থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
গতকাল দুপুরে রায়হানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওই কিশোরী শারীরিক অসুস্থ থাকায় তাকে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর