× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

রমেক হাসপাতালে আইসিইউ সুবিধা ও শয্যা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে স্মারকলিপি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

করোনা রোগী নিয়ে তামাশার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে রংপুরের সুশীল সমাজ। ৫০ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ড গঠন করা হলেও আজও সেখানে আইসিইউ সুবিধা না হওয়ায় করোনা রোগীদের মাঝে হাহাকার বাড়ছে। দিনের পর দিন বেড়ে চলেছে রংপুর অঞ্চলের গ্রাম-গঞ্জে করোনা রোগীর সংখ্যা। সংখ্যার তুলনায় চিকিৎসক, অক্সিজেনসহ হাসপাতালে বেডের সংখ্যা বাড়েনি। গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় আইসিইউ সুবিধা ও শয্যা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জনতার রংপুর। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিমকে এ স্মারকলিপি প্রদান করেন, জনতার রংপুরের আহ্বায়ক ডা. সৈয়দ মামুনুর রহমান, সংগঠক গৌতম রায়, মাজিদুল ইসলাম লিটন, কমরেড আব্দুল কুদ্দুস, রফিক সরকারসহ অন্যরা। স্মারকলিপিতে বলা হয়, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালে আইসিইউসহ শয্যা সংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত হাইফ্লো ন্যাজাল কেনুলাসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহ নিশ্চিত করা, করোনা রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ নিশ্চিত করা, কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল জনতার রংপুর। এরই প্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার করোনা ওয়ার্ড চালু হলেও রোগীর তুলনায় তা অপ্রতুল।
এছাড়া অন্যান্য ক্ষেত্রে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আইসিইউ স্থাপনসহ এখন পর্যন্ত শয্যা বৃদ্ধি করা হয়নি। করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালে সক্ষমতা থাকলেও তা কাজে লাগানো হচ্ছে না। ফলে করোনা রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর