× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দুই কিশোরীকে পাচার ঠেকালো লকডাউন, গ্রেপ্তার ১

বাংলারজমিন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

 বগুড়ার নন্দীগ্রামে নিখোঁজের ৫ দিন পর জানা গেল দুই কিশোরীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে বিক্রি করে  দেয়ার পরিকল্পনা করে অপহরণকারী চক্র। কিন্তু লকডাউনের জন্য কোনো সুবিধাজনক গাড়ি না পাওয়ায় বগুড়া শহরের একটি বাসায় আটকে রাখে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারসহ অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব’র উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। মঙ্গলবার বিকালে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। এ ঘটনায় ভিকটিমের বাবা রিয়াজ উদ্দিন মোল্লা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।
র‌্যাব জানিয়েছে, ঈদের পরের দিন উপজেলার কল্যাণনগর গ্রামের দুই বান্ধবী নিজ নিজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। দু’জনই মাদ্রাসাছাত্রী।
অনেক খোঁজাখুঁজির পর ওইদিনই দুই কিশোরী নিখোঁজের বিষয়টি নন্দীগ্রাম থানা পুলিশ ও র‌্যাব ১২ বগুড়াকে জানায় তাদের পরিবার। নিখোঁজের ৫দিন পর গত সোমবার দিবাগত রাতে বগুড়া সদরের খান্দার এলাকা থেকে মারুফ হাসান (১৭) নামের একজনকে গ্রেপ্তারের পর দুই বান্ধবীকে উদ্ধার করে র‌্যাব। অপহরণ চক্রের সদস্য মারুফ হাসান কল্যাণনগর গ্রামের মাহফুজার রহমান মাফুর ছেলে। র‌্যাব-১২  কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অপহরণকারী চক্র ওই দুই ছাত্রীকে ফুসলিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়া শহরে নিয়ে আসে। ভয় দেখিয়ে তাদেরকে চট্টগ্রামে নিয়ে বিক্রি করে দেয়ার পরিকল্পনা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী জানান, মামলায় তিনজন এজাহারনামীয় আসামি রয়েছে।
 অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত দুই কিশোরীকে মেডিকেল চেকআপের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর