× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

রাঙ্গামাটিতে ক্ষুধার্ত হাজারো বন্য বানরকে খাদ্য দিলেন জেলা প্রশাসক

বাংলারজমিন

রাঙ্গামাটি প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

 লকডাউনের কারণে পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজবন বিহারে পর্যটক ও পুন্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় চরম খাদ্য সংকটে পড়ে হাজারো বন্য বানর। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে উঠে আসলে বিষয়টি রাঙ্গামাটির জেলা প্রশাসকের নজরে আসে। তারই ধারাবাহিকতায় ক্ষুধার্ত হাজারেরও অধিক বানরের জন্য খাদ্য সহায়তা প্রদান করার উদ্যোগ নেয়া হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থস্থান রাজবন বিহার এলাকার বনাঞ্চলে আশ্রয় নেয়া এসব বন্য বানরদের মাঝে মিষ্টি কুমড়া আর মোটরশুটি বিতরণ করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন ও এনডিসি বোরহান উদ্দিন মিঠু, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, ৬নং বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান বিজয়গিরি চাকমাসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাজবন বিহার কর্তৃপক্ষ জানায়, রাজবন বিহার এলাকায় প্রতিনিয়ত বাড়ছে বানরের সংখ্যা। করোনার কারণে বিহারে পুন্যার্থী ও পর্যটকদের  আগমন কম হওয়ায় বানরদের মধ্যে খাদ্য সংকট দেখা দেয়। বিহার থেকে যে খাবার পাচ্ছে তাও পর্যাপ্ত নয়। ক্ষুধার্ত বানরদের উপদ্রবও বেড়ে যায়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর