× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ফিফা’র কোভিড-১৯ সহায়তার অর্থ পেয়েছে বাফুফে

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী অসহায় ফুটবলার ও ফেডারেশনকে আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। সেই তহবিল বাংলাদেশেও এসে পৌঁছেছে। সেই ফান্ড থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লীগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ, তৃতীয় বিভাগের ক্লাবগুলো, বিভাগীয় ফুটবল এসোসিয়েশন, জেলা ফুটবল এসোসিয়েশন, নারী ফুটবল ও জাতীয় ফুটবল দলের মধ্যে ভাগ করে দেয়া হবে বলে জানিয়েছে বাফুফে। সবচেয়ে বেশি ১ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা দেয়া হবে নারী ফুটবলে। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১৯ লাখ টাকা পাবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ও তৃতীয় বিভাগ লীগের ক্লাবগুলো। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১৩ ক্লাব পাবে পাঁচ লাখ টাকা করে, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের ১৩ ক্লাব পাবে তিন লাখ টাকা করে এবং তৃতীয় বিভাগ লীগের ১৮ ক্লাব পাবে এক লাখ টাকা করে। এ ছাড়াও প্রতিটি বিভাগীয় ফুটবল এসোসিয়েশন এবং প্রতিটি জেলা ফুটবল এসোসিয়েশনকে প্রদান করা হবে এক লাখ টাকা করে। জাতীয় ফুটবল দলের জন্য থাকবে ক্ষুদ্র একটা বরাদ্দ।
তবে সেটা কতো, তা জানা যায়নি। ফিফা থেকে কোভিড ফান্ডের বাকি অর্থ এলে তখন প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর মধ্যে বণ্টন করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর