× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়া থানায় আইজিপি’র উপহার নতুন গাড়ি হস্তান্তর

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইজিপি’র উপহার হিসেবে নতুন একটি পিকআপ গাড়ি পেয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা। বুধবার সকালে জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি পাকুন্দিয়া থানার ওসি মো. সারওয়ার জাহানের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে আইজিপি’র উপহার হিসেবে দুইটি নতুন পিকআপ গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল হস্তান্তর করা হয়। এর মধ্যে একটি গাড়ি পাকুন্দিয়া থানাকে দেয়া হয়। এ সময় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া থানার ওসি মো. সারওয়ার জাহান থানার জন্য নতুন গাড়ি উপহার দেওয়ায় আইজিপি ড. বেনজীর আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)কে ধন্যবাদ জানান। নতুন গাড়ি পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ উজ্জীবিত হয়েছে মন্তব্য করে ওসি সারোয়ার বলেন, এর মাধ্যমে জনগণকে আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে এবং জনগণের সঙ্গে পাকুন্দিয়া থানা পুলিশের সম্পর্ক আরও নিবিড় হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর