× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টাইব্রেকারে হেরে বিদায় দিয়া সিদ্দিকীর

খেলা

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

রিকার্ভ মিশ্র দ্বৈতে ব্যর্থ হওয়ার পর একক ইভেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন দেশ সেরা আরচার রোমান সানা। টোকিওতে বাংলাদেশ আরচারিতে শেষ আশার প্রদীপ হয়ে জ¦লছিলেন দিয়া সিদ্দিকী। তবে আরচারির নারী রিকার্ভ এককের নকআউট পর্বে থামলো ১৭ বছর বয়সী বাংলাদেশি আরচারের স্বপ্নযাত্রা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেলারুশের জিওমিনস্কায়া কারইয়ানার কাছে টাইব্রেকারে হেরেছেন তিনি।
বৃহস্পতিবার এলিমিনেশন রাউন্ডের প্রথম সেটে জিওমিনস্কায়ার বিপক্ষে ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ শুরে করেছিলেন দিয়া।
দ্বিতীয় সেটও হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দিয়ার ৯, ৭, ৯ স্কোরের বিপরীতে কারইয়ানা করেন ৯, ৮, ৯। ২৬-২৫ পয়েন্টের ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন কারইয়ানা। তৃতীয় সেট ২৫-২৫ পয়েন্টে শেষ হলে পয়েন্ট দাঁড়ায় ৩-৩।
চতুর্থ সেটে ২৭-২৫ এ হেরে যান দিয়া। ৫-৩ ব্যবধানে পিছিয়ে পড়েন তিনি।
তবে পঞ্চম সেট ২৭-২৫ এ জিতে টাই করেন দিয়া। তখন খেলা গড়ায় শ্যুট অফে। সেখানে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের এই নারী তীরন্দাজ।
রোমান সানার মতো সরাসরি টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পাননি দিয়া সিদ্দিকী। একেবারে শেষ মুহূর্তে আন্তর্জাতিক আরচারি ফেডারেশনের বিশেষ সুযোগে টোকিও টিকিট পেয়েছিলেন।
পরিসংখ্যানে দিয়ার চেয়ে অনেক এগিয়ে কারইয়ানা। মেয়েদের রিকার্ভের এককে বিশ^ র‌্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে এই বেলারুশিয়ান আরচার। দিয়ার অবস্থান ১৫৫তম।
দিয়া সিদ্দিকীর হারের মধ্য দিয়ে টোকিও অলিম্পিকে অংশ নেয়া বাংলাদেশের ৬ অ্যাথলেটের মধ্যে ৩ জনের যাত্রা থামলো। শ্যুটার আব্দুল্লাহ হেল বাকির পর বিদায় নেন আরচার রোমান সানা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর