× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আটক সিএনজিচালকদের জরিমানার বদলে খাদ্য সহায়তা

বাংলারজমিন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, শুক্রবার

নরসিংদীর রায়পুরায় মোবাইল কোর্টের অভিযানে আটক সিএনজি ও অটোরিকশা চালকরা জরিমানা দেয়ার বদলে খাদ্য সহায়তা পেয়েছেন।  উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এ সহায়তা দেন। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ রোধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় লকডাউন লঙ্ঘন করার অভিযোগে পৌর এলাকার ৩৪টি সিএনজি ও অটোসহ চালকদের আটক করা হয়। কিন্তু এ সকল চালকদের জরিমানার বদলে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
অপরদিকে মোবাইল কোর্ট পরিচালনার সময় লকডাউন লঙ্ঘন করার বিভিন্ন অভিযোগে ৭টি মামলায় ৮২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন মোবাইল কোর্ট। উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন ছাড়াও সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর