× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কালকিনিতে কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন

বাংলারজমিন

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
৩০ জুলাই ২০২১, শুক্রবার

 মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে মো. মিরাজ খান (৪২) নামে একজনকে কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এ সময় তার ছেলে নাজমুল খান (২২) কে কুপিয়ে আহত করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিরাজ খানের বিচ্ছিন্ন পা উদ্ধার করে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের কবির খানের পরিবারের সঙ্গে একই এলাকার আপাং কাজী গং-এর গ্রাম্য দলাদলি ও শত্রুতা চলে আসছে দীর্ঘদিনের। এরই জের ধরে গতকাল রাত ১টার দিকে প্রতিপক্ষের ৩০-৪০ জনের একটি সঙ্গবদ্ধ দল একই এলাকার মৌলভীকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ঘরের সামনে রাস্তার উপর বোমা বিস্ফোরণ করে আতঙ্ক ছড়ায়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে মিরাজ খানের বাম পা কেটে শরীর থেকে বিছিন্ন করে ফেলে এবং ছেলে নাজমুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করেন। পরে মিরাজ খানের লোকজন ক্ষিপ্ত হয়ে ভোরে সমিতির হাট এলাকার কাসেম তালুকদারের ছেলে তাইজুল তালুকদারকে কুপিয়ে আহত করে। এলাকাবাসী উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে কাসেম তালুকদার বলেন, আমরা এ ঘটনার সঙ্গে জড়িত না। ফজরের নামাজ আদায় করে আসা মাত্র আমার ছেলেকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে মিরাজের লোকজন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, রাতেই ঘটনাস্থল থেকে মিরাজের বিচ্ছিন্ন পা উদ্ধার করি। জড়িতদের ধরতে অভিযান চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর