× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

নোয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
৩০ জুলাই ২০২১, শুক্রবার

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশ ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। নিহত গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস রুপা (২৫)। গত বুধবার  দিবাগত মধ্যরাতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জসিম উদ্দিনের নতুন বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর মা তুহিন আক্তার রুমি বাদী হয়ে গতকাল সকালে ৫ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের স্বামী সালাহ উদ্দিন সোহেলকে বুধবার রাতে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। নিহত রুপার মা তুহিন আক্তার রুমি অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে সোহেল রুপার সঙ্গে ঠিকমতো কথা বলতো না। তার মেয়েকে নানাভাবে মানসিক ও শারীরিক  নির্যাতন করতো সোহেল ও তার পরিবারের লোকজন। ইতিমধ্যে রুপা ৪ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ে।
পাারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে সোহেল ও তার পরিবারের লোকজন রুপাকে  এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে সে মারা যায়। মারা যাওয়ার পর রুপা আত্মহত্যা করেছে বলে তার বাবার বাড়িতে সংবাদ দেয় সোহেল ও তার পরিবার। সংবাদ পেয়ে তিনি  দ্রুত সোহেলদের বাড়িতে এসে রুপাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বেগমগঞ্জ মডেল থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামী সোহেলকে আটক করে থানায় নিয়ে যায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর মা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি সালাহ উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর