× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোরগঞ্জে দুইদিনে করোনায় ১১ জনের মৃত্যু

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৩০ জুলাই ২০২১, শুক্রবার

কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বেড়েছে মৃত্যু। গত ৪৮ ঘণ্টায় জেলার করোনা চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ৮টা পর্যন্ত ৫ জন এবং গতকাল সকাল ৮টা পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। বর্তমানে হাসপাতালটিতে আক্রান্ত ও সন্দেহজনক মোট ১৮৮ জন রোগী ভর্তি রয়েছেন যাদের মধ্যে ৯ জন আইসিইউতে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৪ জন ছাড়পত্র পেয়েছেন।
সর্বশেষ গত বুধবার দিবাগত মধ্যরাতে সিভিল সার্জন কর্তৃক প্রকাশিত রিপোর্টে একদিনে নতুন ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন মঙ্গলবার ১২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, হোসেনপুরে ৯ জন, করিমগঞ্জে ৬ জন, পাকুন্দিয়ায় ১২ জন, কটিয়াদীতে ২২ জন, কুলিয়ারচরে ৪ জন, ভৈরবে সর্বোচ্চ ৩১ জন, নিকলীতে ৪ জন, বাজিতপুরে ২৫ জন, ইটনায় ১ জন এবং অষ্টগ্রামে ২ জন রয়েছেন। এই সময় পর্যন্ত জেলায় মোট ৮৭১৪ জন শনাক্ত, ৬৪৫০ জন সুস্থ এবং ১৪৭ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগী ২১১৭ জন। তাদের মধ্যে ৮২ জন হাসপাতালে ও ২০৩৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর