× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অস্ট্রেলিয়া সিরিজে কেন নেই বিসিবি’র প্রধান কিউরেটর গামিনি!

খেলা

স্পোর্টস রিপোর্টার
৩০ জুলাই ২০২১, শুক্রবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে থাকতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। তবে শ্রীলঙ্কান কিউরেটর এই মুহূর্তে আছেন বাংলাদেশেই। কিন্তু কেন তিনি থাকতে পারছেন না! এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির কোনো কর্মকর্তা। মুঠোফোনে পাওয়া যায়নি কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনামকে। সদস্য সচিব হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক মানবজমিনকে বলেন, ‘আসলে আমি করোনার কারণে মাঠে যাচ্ছি না। গামিনি নেই সেটা শুনেছি কিন্তু কারণটা জানি না। আমাদের  কমিটির ম্যানেজার সব বলতে পারবে।’ তবে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন গামিনি কেন সিরিজে নেই সেই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন। জানিয়ে দিলেন, কেন বায়ো বাবলে গামিনি কাজ করতে পারবেন না সেটি জানানোর দায়িত্ব বিসিবি’র মেডিকেল বিভাগের।
প্রধান কিউরেটরের এইভাবে গুরুত্বপূর্ণ সিরিজে বাইরে থাকা বড় প্রশ্ন।  শেষ পর্যন্ত কেন তিনি নেই সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিসিবির মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘গামিনি মিরপুরেই অবস্থান করবে, কিন্তু মাঠে প্রবেশে বিধিনিষেধ থাকবে। এমনকি তার গ্রাউন্ডসম্যানদের সঙ্গেও সে ক্লোজ কন্টাক্টে আসতে পারবে না। যদি বিশেষ কারণে প্রবেশ করাও লাগে তাহলে কমপক্ষে ৫ মিটার দূরে থাকতে হবে। খেলোয়াড়রা মাঠে থাকলে প্রয়োজনে ভিডিও কলে নির্দেশনা দেবে, তবে মাঠে ঢুকতে পারবে না।’
আগামী ৩রা আগস্ট শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার চাহিদা অনুযায়ী সিরিজের প্রতিটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা মাঠে। বৃষ্টি মৌসুম চলছে। গেল মাসে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টিতে বৃষ্টি দারুণভাবে প্রভাব  ফেলে। বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিতে শুধু মাঠের পরিচর্যাই নয়, উইকেটও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু প্রধান কিউরেটরই মাঠে থাকতে পারছে না তাহলে কে দায়িত্ব পালন করবে। এ বিষয়ে দেবাশিষ চৌধুরী বলেন, ‘ক্রিকেটাররা মাঠে থাকলে বাইরের কেউ সেখানে থাকতে পারবে না। গামিনিকে তো বায়ো বাবলেই রাখা হয়নি। তাই সেখানে যা কাজ করার অন্য গ্রাউন্ডসম্যানরাই সামাল দিবে। বৃষ্টি হলে যখন ক্রিকেটাররা ড্রেসিং রুমে চলে যাবে তখন গ্রাউন্ডসম্যানরা মাঠে প্রবেশ করবে। তবে গামিনির যদি একান্ত প্রয়োজন হয় তাহলে সে বাইরে থেকেই পরামর্শ দেবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর