× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

১৩ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয় শ্রীলঙ্কার

খেলা

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২১, শুক্রবার

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে কঠিন সময় পার করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। বেতন-ভাতা নিয়ে সিনিয়র ক্রিকেটার সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব। সিনিয়রদের সঙ্গে ভারতের বিপক্ষে ছিলেন না ইংল্যান্ড সফরে জৈব-সুরক্ষা বলয় ভাঙা তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা। ইনজুরি ছিটকে দেয় ওপেনার কুশল পেরেরাকে। ওয়ানডে সিরিজ ২-১ হারে শ্রীলঙ্কা। দ্বিতীয় সারির দল নিয়ে সফরে আসা ভারতকে টি-টোয়েন্টি সিরিজ জিততে নেয়নি স্বাগতিকরা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে লেগস্পিনার ভানিদু হাসারাঙ্গার রেকর্ড গড়া স্পেলে দারুণ জয় পায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৮১ রান করে ভারত।
জবাবে ৩৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লঙ্কানরা। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায় তারা। সব সংস্করণ মিলিয়ে ভারতের বিপক্ষে ১৩ বছর পর সিরিজ জিতল ভারত। আগের ২০ দ্বিপাক্ষিক সিরিজ সবকটি নিজেদের করে নেয় ভারতীয় দল। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ২০১৯ সালের পর টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা। কুড়ি ওভারের ক্রিকেটে টানা আট সিরিজ অপরাজিত থাকার পর হারল ভারত।

ক্রুনাল পান্ডিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে যান। আইসোলেশনে যান তার সংস্পর্শে আসা কয়েকজন। চোটের কারণে মাঠে নামা হয়নি নবদিপ সাইনির। একাদশ সাজাতেই হিমশিম খায় ভারত। একাদশ সাজাতে ভারত অভিষেক করিয়ে দেয় নেট বোলার হিসেবে দলের সঙ্গে সফরে যাওয়া সন্দ্বীপ ওয়ারিয়রকে। পাঁচ স্পেশালিস্ট ব্যাটসম্যানের সবাই ব্যর্থ হয়েছেন। অধিনায়ক শিকর ধাওয়ান ও আইপিএলে দারুণ পারফরমেন্স করা সঞ্জু স্যামসন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। দুই অঙ্ক ছুঁতে পারেননি দেবদূত পাডিক্কা ও নিতিশ রানা। ওপেনার রিতুরাজ গায়কোয়াড় করেন ১৪ রান। কুলদ্বীপ যাদব করেন সর্বোচ্চ ২৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে ভুবনেশ্বর কুমারের ব্যাট থেকে।

স্পিনারদের জন্য দারুণ সহায়তা থাকা উইকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন হাসারাঙ্গা। টি-টোয়েন্টিতে যা ভারতের বিপক্ষে যেকোনো বোলারের সেরা বোলিং। পরে ব্যাট হাতে ৯ বলে ১৪ রান করে তিনিই ম্যাচ সেরা। সিরিজে জুড়ে দারুণ খেলে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮২ রানের জয়ের লক্ষ্যে নেমে সাবধানী শুরু করে শ্রীলঙ্কা। স্বাগতিকরা উইকেট হারিয়ে বসে পাওয়ার প্লের শেষ ওভারে। চাহারকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন আভিশকা ফার্নান্দো (১২)। উইকেটে জমে গিয়ে চাহারের বলেই এলবিডব্লিউ ১৮ রান করা মিনোদ ভানুকা। এই লেগ স্পিনার বোল্ড করে দেন সাদিরা সামারাবিক্রমাকেও (৬)। ধনাঞ্জয়া ও হাসারাঙ্গা দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ২৩ রানে অপরাজিত ছিলেন গত ম্যাচ জয়ে লঙ্কানদের নায়ক ধনাঞ্জয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর