× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

অলিম্পিকে দ্বিতীয় পদক নিশ্চিত ভারতের

খেলা

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২১, শুক্রবার

টোকিও অলিম্পিকে দ্বিতীয় পদক নিশ্চিত হয়েছে ভারতের। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) ইভেন্টের সেমিফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেন লভলিনা। অন্তত ব্রোঞ্জ পদক পাচ্ছেন তিনি। কোয়ার্টার ফাইনালে তিনি পরাজিত করেন চাইনিজ তাইপের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চেনকে। সেমিফাইনালে লভলিনা রিংয়ে নামবেন তুরস্কের সুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে।

লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী মেরি কমকে নিয়ে প্রত্যাশা ছিল ভারতীয় ক্রীড়ামহলের। দারুণ লড়াই চালিয়েও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে তাকে। শুক্রবারই মেয়েদের বক্সিং থেকে ছিটকে গিয়েছেন আরেক ভারতীয় সিমরনজিৎ কউর। তবে সব ব্যর্থতা দূরে ছুঁড়ে ফেললেন লভলিনা।
ভারোত্তলক মিরাবাঈ চানুর (রুপা) পর ভারতকে দ্বিতীয় পদক নিশ্চিতের উল্লাসে ভাসালেন।

কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ডে তিন বিচারকের আস্থা আর্জন করেন লভলিনা। তিনি প্রথম রাউন্ডে লিড নেন ১০-৯, ৯-১০, ৯-১০, ১০-১০, ১০-৯ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে পাঁচ বিচারককেই নিজের পারফর্ম্যান্স দিয়ে খুশি করেন ভারতীয় বক্সার। তিনি দ্বিতীয় রাউন্ডে লিড নেন ১০-১০, ১০-৯, ১০-১০, ১০-৯, ১০-১০ ব্যবধানে। তৃতীয় রাউন্ডে চারজন বিচারকের আনুকূল্য পেয়ে যান লভলিনা। তৃতীয় রাউন্ডের স্কোর ১০-১০, ১০-৯, ৯-১০, ১০-১০, ১০-৯। সার্বিকভাবে লভলিনা কোয়ার্টার ফাইনাল জেতেন ৩০-২৭, ২৯-২৮, ২৮-২৯, ৩০-২৭, ৩০-২৭ ব্যবধানে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর